বিশ্ব সেরা অলরাউন্ডার কে ? বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান কে ? আপডেট
বিশ্বের সেরা ক্রিকেটার কে অথবা বিশ্বের সেরা ব্যাটসম্যানই বা কে এ নিয়ে আমাদের কৌতুহলের শেষ নেই। আজ পাঠক বন্ধুদের এই বিষয় নিয়ে জানাবো।
আজ আলোচনা করব বর্তমান বিশ্বের সেরা অলরাউন্ডার কে, সেরা ক্রিকেটারকে, সেরা ব্যাটসম্যান কে এবং সেটা বোলারই বা কে। নিচে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
ভূমিকা
ক্রিকেটে একটি কথা প্রচলিত আছে যে “ক্রিকেট হল ভদ্রলোকের খেলা”। ক্রিকেট নিজস্ব স্বকীয়তায় অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। ক্রিকেটের ফ্যান সংখ্যাও কম নয়, আর এই সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে। ওডিআই, t20 এবং t10 এর মত ফরমেট গুলো ক্রিকেট খেলাকে দিয়েছে অন্যরকম উৎকর্ষতা। এ খেলায় ১১ জন প্লেয়ার অংশগ্রহণ করলেও একেকজনের ভূমিকা থাকে একেকরকম। এ খেলায় বিশ্বসেরা অলরাউন্ডার কে, বিশ্বের সেরা ব্যাটসম্যান কে অথবা সর্বকালের সেরা ক্রিকেটারই বা কে চলুন এ বিষয়ে জেনে নেয়া যাক।
বিশ্বসেরা অলরাউন্ডার কে ?
অলরাউন্ডার ক্রিকেটার তাকেই বলা হয় যে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং এবং ফিল্ডিংয়ে সমান পারদর্শী। ক্রিকেট ম্যাচে ম্যাচ জয়ের জন্য অলরাউন্ডার এর ভূমিকা থাকে অনন্য। তাই গোটা বিশ্বে ক্রিকেট ফ্যানদের মধ্যে বিশ্বসেরা অলরাউন্ডার কে সেটা জানার আগ্রহ অনেক।
কে বিশ্বসেরা অলরাউন্ডার তা জানতে হলে অবশ্যই আমাদের আইসিসি ranking জানতে হবে। ICC এর ২০২৪ সালের এপ্রিলের সর্বশেষ আপডেট অনুযায়ী টেস্ট ফরমেটে বর্তমানে বিশ্বের সেরা অলরাউন্ডার ভারত জাতীয় দলের খেলোয়ার রবীন্দ্র জাদেজা। ৪৪৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনি সবার শীর্ষ অবস্থান করছেন। এর পরপরই অবস্থানে আছেন ভারতের রবিচন্দ্র আশ্বিন ও বাংলাদেশের সাকিব আল হাসান। তাদের রেটিং পয়েন্ট যথাক্রমে ৩২২ ও ৩১০।
ওডিআই ফরমেটে বিশ্বসেরা অলরাউন্ডার আফগানিস্তানের মোহাম্মদ নাবি। ৩২০ রেটিং পয়েন্ট নিয়ে মোহাম্মদ নাবি তালিকার শীর্ষে রয়েছেন। এরপর দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান এবং তৃতীয় স্থানে রয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। তাদের রেটিং পয়েন্ট যথাক্রমে ২৯২ এবং ২৮৮।
টি-টোয়েন্টি ফরমেটে বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান। ২৪০ রেটিং পয়েন্ট নিয়ে তিনি তালিকার শীর্ষে রয়েছেন। ২২৮ ও ২১৮ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছেন শ্রীলঙ্কার অনিন্দু হাসারাঙ্গা ও আফগানিস্তানের মোহাম্মদ নবী।
এমন আরো অনেক অলরাউন্ডার রয়েছে যারা সারা বিশ্বে পরিচিত লাভ করেছে এবং আইসিসি র্যাংকিং এ সেরা ১০ এর তালিকায় রয়েছেন। চলুন জেনে আসি তাদের সম্পর্কে।
- সাকিব আল হাসানঃ সাকিব আল হাসান হলেন বাংলাদেশ জাতীয় দলের একজন নিয়মিত অলরাউন্ডার ক্রিকেটার। সাকিব আল হাসান ১৯৮৭ সালে ২৩ শে মার্চ মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মাসরুর রেজা এবং মাতার নাম শিরিন শারমিন। সাকিব আল হাসানের জাতীয় দলের হয়ে অভিষেক হয় ২০০৬ সালে জিম্বাবুয়ে সফরের মাধ্যমে। সাকিব আল হাসান টেস্ট এবং ওয়ানডেতে 2000 রান এবং ১০০ উইকেট নেয়ার কীর্তি অর্জন করেছেন। সাকিব আল হাসানের পূর্বে এই রেকর্ড আর একজন ক্রিকেটারের ছিল তার নাম জ্যাক ক্যালিস।
- মোহাম্মদ নাবিঃ মোহাম্মদ নাবি হলেন আফগানিস্তান জাতীয় দলের একজন নিয়মিত অলরাউন্ডার। মোহাম্মদ নাবি 2009 সালে আইসিসি ওয়ার্ল্ড কাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে অভিষেক করেন উক্ত ম্যাচে তিনি 58 রানের এক অসাধারণ ইনিংস উপহার দেন। তার জন্ম ১৯৮৫ সালের ৩ মার্চ আফগানিস্তানের লোগারে।
- রবীন্দ্র যাদেজাঃ রবীন্দ্র জাদেজা ১৯৮৮ সালের ৬ ডিসেম্বর ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন। রবীন্দ্র যাদেজা ভারত জাতীয় দলের অন্যতম ক্রিকেটার। ২০০৯ সালের ৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা জাতীয় দলের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচে রবীন্দ্র জাদেজার অভিষেক হয়। সে খেলায় তিনি ৬০ রান করে অপরাজিত ছিলেন। রবীন্দ্র যাদেজা ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনাল ম্যাচে ম্যাচ সেরা পুরস্কার জিতে ছিলেন।
- রবিচন্দ্রন অশ্বিনঃ রবিচন্দ্রন অশ্বিন হলেন ভারত জাতীয় দলের ডানহাতি ব্যাটসম্যান ও বোলার। রবিচন্দ্র অশ্বিন 1986 সালে 17 ডিসেম্বর চেন্নাইয়ের পশ্চিম মাম্বলমে জন্মগ্রহণ করেন। রবিচন্দ্র অশ্বিন ২০১০ সালে ৬ জুন শ্রীলংকার বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক করেন। তিনি সেই ম্যাচে ৩৮ রান করে।
- বেন স্টোকসঃ বেন স্টোকস ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের একজন অলরাউন্ডার। মারকুটে ব্যাটিংয়ের জন্য তার খ্যাতি অনেক। 2019 সালের আইসিসি ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড কে বিশ্বকাপ জেতানোর পিছনে সর্বাধিক ভূমিকা ছিল তার। সে ম্যাচে বেন স্টোকস ম্যাচ সেরা হন। বেন স্টোকস ১৯৯১ সালে ৪ জুন নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে জন্মগ্রহণ করেন।
- সিকান্দার রাজাঃ জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলা এ অলরাউন্ডারের জন্ম পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটে ১৯৮৬ সালের ২৪ এপ্রিল। ২০১৩ সালে ৩ মে বাংলাদেশ দলের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে তিনি অভিষেক করেন।
বিশ্বসেরা ব্যাটসম্যান কে ?
ক্রিকেট দলে অনন্য ভূমিকা থাকে ব্যাটসম্যান এর। দলের ভালো রান করতে ব্যাটসম্যানকে অগ্রণী ভূমিকা পালন করতে হয়। দলের ব্যাটসম্যান গুলো সামনের দিকে ব্যাটিং করে থাকে। ব্যাটসম্যানদের ব্যাটিং এর উপর নির্ভর করে ম্যাচের রান কত বড় হবে। ক্রিকেট খেলায় সব ফরমেটে একসাথে কেউ বিশ্ব সেরা ব্যাটসম্যান হতে পারে না তবে শচীন টেন্ডুলকারকে ক্রিকেট খেলার বিশ্বসেরা ব্যাটসম্যান মনে করা হয়।
2024 সালের এপ্রিলের সর্বশেষ আপডেট অনুযায়ী টেস্ট ক্রিকেটের সেরা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। ৮৫৯ রেটিং পয়েন্ট নিয়ে কেন উইলিয়ামসন তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছেন। এর পরেই জো রুট এবং বাবর আজম যথাক্রমে ৮২৪ ও ৭৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছেন।
ওয়ানডে ক্রিকেটে বর্তমানে বিশ্ব সেরা ব্যাটসম্যান পাকিস্তানের বাবর আজম। ৮২৪ পয়েন্ট নিয়ে তিনি তালিকার শীর্ষে অবস্থান করছেন। ভারতের শুভমান গিল ৮০১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। ভারতের ভিরাট কোহলি আছেন তৃতীয় স্থানে। তার রেটিং পয়েন্ট ৭৬৮।
টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে বিশ্ব সেরা ব্যাটসম্যান ভারতের সূর্য কুমার যাদব। ৮৬১ রেটিং পয়েন্ট নিয়ে তিনি তালিকার শীর্ষে অবস্থান করছেন। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের ফিল সল্ট। তার রেটিং পয়েন্ট ৮০২। পাকিস্তানের মোহাম্মাদ রেজওয়ান রয়েছেন তালিকার তৃতীয় স্থানে। তার রেটিং পয়েন্ট ৮০০।
বিশ্বের সেরা ব্যাটসম্যান এর নাম বলতে গেলে একজনের নাম বলা খুবই কঠিন। শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, ৩৬০ ডিগ্রী খ্যাত এবি ডি ভিলিয়ার্স, পাকিস্তানের বাবর আজম, রিকি পন্টিং, কেন উইলিয়ামসন, ব্রায়ান লারা সহ অনেকেই আছেন বিশ্বসেরা ব্যাটসম্যানদের তালিকায়।
- শচীন টেন্ডুলকারঃ ক্রিকেট ঈশ্বর খ্যাত ক্রিকেটার হলেন শচীন টেন্ডুলকার। ক্রিকেট ইতিহাসে ১০০ টি সেঞ্চুরি করার রেকর্ড শুধুমাত্র শচীন টেন্ডুলকারের রয়েছে। ১৯৯৮ সালে ওডিআই ক্রিকেটে এক বছরেই তিনি সর্বোচ্চ ১৮৯৪ রান করে বিশ্ব ক্রিকেটে ইতিহাস গড়ে তোলেন যে রেকর্ড আর কেউ করতে পারেননি।
- বিরাট কোহলিঃ বিরাট কোহলি হলেন ভারত ক্রিকেট দলের একজন নিয়মিত ব্যাটসম্যান। বিরাট কোহলি কে ক্রিকেট ব্যাটসম্যানদের আদর্শ হিসেবেও ধরা হয়ে থাকে। তার ব্যাটিং স্টাইল অনেক ক্রিকেটার এর কাছেই অনুকরণীয়।
- এবি ডি ভিলিয়ার্সঃ ক্রিকেট বিশ্বের সর্বাধিক জনপ্রিয় একজন ক্রিকেটারের নাম এ বি ডি ভিলিয়ার্স। তাকে মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রী ও বলা হয়। ওয়ানডে ক্রিকেটে মাত্র 31 বলে সেঞ্চুরি করার রেকর্ডও তার রয়েছে।
লেখকের মন্তব্য
আজকে আমরা বিশ্বের সেরা অলরাউন্ডার কে 2024 সম্পর্কে জানলাম, বিশ্বের সেরা ওপেনার কে ২০২৪ সম্পর্কে জানলাম ও বর্তমান বিশ্বের সেরা ক্রিকেটার কে সম্পর্কে জানলাম। যদি আপনাদের আরো কোন প্রশ্ন থেকে থাকে তবে নিচে কমেন্ট অপশনে আপনাদের মন্তব্য জানিয়ে দিন। আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার কে ? বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান কে ? যদি আপনি এই পোস্ট থেকে উপকৃত হয়ে থাকেন তবে বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।
কমেন্ট করুন
comment url