আল্লাহ তায়ালা কোথায় আছেন বিস্তারিত জানুন
আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা ইত্যাদি সবই আল্লাহ তায়ালা। এই সব গুলোই তার সিফাত। আল্লাহ তায়ালার এমন অসংখ্য সিফাত রয়েছে। তার ক্ষমতা গোটা মহাবিশ্বে বিরাজমান। এমন কোনো স্থান নেই যেখানে আল্লাহ তায়ালার কর্তৃত্ব নেই।
কিন্তু আল্লাহ তায়ালা কোথায় আছেন এই বিষয়ে কি আমরা জানি? অনেকে মনে করি আল্লাহ তায়ালা সর্বত্র বিরাজমান। তবে এইটি সঠিক নয়। আল্লাহর ক্ষমতা সর্বত্র বিরাজমান। আর আল্লাহ তায়ালা আরশে আজিমের উপরে সমাসীন।
কুরআনের আলোকে আল্লাহ তায়ালা কোথায় আছেন
আল্লাহ তায়ালা আরশের উপরে আছেন। মহান রাব্বুল আলামিন নিজের সম্পর্কে বলেন,
"পরম দয়াময় আল্লাহ আরশের উঠেছেন" (সুরা ত্ব-হা, ২০/৫)
সত্যিকার অর্থেই এবং আল্লাহর সত্তার সাথে মানায় এমন ভাবে তিনি আরশের উপরে আছেন। তাঁর আরশের উপরে উঠার বিষয়টিকে কোনোরুপ পরিবর্তন-পরিবর্ধন করা যাবে না এবং এটির কল্পিত কোনো আকৃতি স্থির করা যাবে না। অনুরুপভাবে কোনো সৃষ্টির সাথে যেমন এর কোনোরুপ সাদৃশ্য দেওয়া চলবে না,তেমনি এটিকে অর্থহীনও মনে করা যাবে না।
অতএব, আপনি কোনো অবস্থাতেই বলতে পারেন না যে, আল্লাহ সর্বত্র বিরাজমান। কেনো না সর্বোচ্চো অবস্থান মহান আল্লাহর একটি প্রশংসনীয় বিশেষন। আর সে কারনের আমরা বলে থাকি, "সুবহানা রাব্বি আল-আজিম" "আমার রব সর্বোচ্চ"
সূরা ত্ব-হা ছাড়াও পবিত্র কুরআনের সূরা আল আরাফ (৭/৫৪), ইউনুস (১০/৩), আর রা'দ (১৩/২), আল ফুরকান (২৫/৫৯), আস সাজদাহ (৩২/৪) এবং আল হাদীদ (৫৭/৪) এ আল্লাহর আরশের উপর সমুন্নত হওয়ার কথাটি সরাসরি এসেছে।
অন্য আয়াতে এসেছে,
"তোমরা কি ( এ ব্যাপারর) নিরাপদ হয়ে গেছো যে, যিনি আকাশে রয়েছেন তিনি তোমাদের সহ ভূমিকে ধ্বসিয়ে দিবেন না?" ( আল মুলক, ৬৭/১৬)
অপর আয়াতে আল্লাহ বলেন,
"বরং আল্লাহ তাকে (ঈসা আ: কে) নিজের নিকট উঠিয়ে নিয়েছেন" ( আন নিসা, ৪/১৫৮) উঠিয়ে নেওয়া কথাটিই প্রমান করে, তিনি উপরে রয়েছেন। এরকম আরো বহু দলীল পবিত্র কুরআনে রয়েছে।
হাদিসের আলোকে আল্লাহ তায়ালা কোথায় আছেন
"আবু হুরায়্রা রা: হতে বর্নিত, তিনি বলেন, রাসুল সা: বলেছেন, আল্লাহ যখন মাখলুক সৃষ্টি করলেন, তখন তার নিকটে আরশের উপর রক্ষিত কিতাবে লিপিবদ্ধ করলেন, 'নিশচয় আমার দয়া আমার ক্রোধের উপর জয়লাভ করেছে'। (সহীহ বুখারী হাদিস নং ২৯৬৭,৬৯১৭,৬৯৪৫; সহীহ মুসলিম হাদিস নং ৬৭১৮)
আনাস ইবনে মালেক রা: বলেন,
"যয়নাব রা: নবী সা: এর অন্যান্য স্ত্রীর উপর গর্ব করে বলতেন, তোমাদের বিয়ে দিয়েছেন তোমাদের পরিবার। আর আমার বিয়ে দিয়েছেন মহান আল্লাহ সাত আসমানের উপর থেকে" (সহীহ বুখারী, হাদিস নং ৬৯১৫)
আজকে আমরা আল্লাহ তায়ালা কোথায় আছেন এ বিষয়ে কুরআন ও হাদিস এর বিস্তারিত জানলাম। যদি আপনাদের আরো কোন প্রশ্ন থেকে থাকে তবে নিচে কমেন্ট অপশনে আপনাদের মন্তব্য জানিয়ে দিন। আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ তায়ালা কোথায় আছেন তার সম্পর্কে । যদি আপনি এই পোস্ট থেকে উপকৃত হয়ে থাকেন তবে বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।
কমেন্ট করুন
comment url