আল্লাহ কেনো বিপদ দেন বিস্তারিত জানুন
বিপদে পড়লে অথবা সমস্যায় পড়লে যখন কাউকে পাশে পাবেন না তখন হতাশ হবেন না। ভাববেন না যে আপনার বিপদে কেউ নাই,কত একা আপনি। আপনার এই বিপদ একজন খুব যত্নের সাথে পর্যাবেক্ষন করছেন। তিনি আপনার রব।
ভাবছেন আপনার বিপদ দেখার পরেও সাহায্য করছেন না কেন? আপনি এই ভেবে কষ্ট পাবেন না। কারন কেউ যখন বিপদে পড়ে আর সাহায্যের জন্য কেউ থাকে না তখন বান্দা আল্লাহ কে স্মরণ করতে থাকে। আল্লাহকে এত স্মরন করে যে আল্লাহ বান্দাকে এমন অবস্থায় খুব ভালবেসে ফেলে। অবশেষে আল্লাহর ইচ্ছাতেই বান্দা বিপদ থেকে মুক্ত হয়।
আল্লাহ যে বান্দা কে ভালবাসেন তাকে বার বার বিপদ দিয়ে পরিক্ষা করে থাকেন।
হাদিসে বর্নিত আছে,
হজরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ যার কল্যাণ চান তাকে দুঃখ-কষ্টে ফেলেন।’ (বুখারি-হাদিস-৫৬৪৫, মুসনাদে আহমদ-হাদিস-৭১৯৪, মুওয়াত্তা মালেক-হাদিস-১৭৫২)
কমেন্ট করুন
comment url